৩ বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট, তেল সরবরাহ বন্ধ

৩ বিভাগে পেট্রোল পাম্পে ধর্মঘট, তেল সরবরাহ বন্ধ

১৫ দফা দাবিতে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পেট্রোল পাম্প মালিক সমিতি ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে এ কর্মসূচি। এতে ওই ৩ বিভাগের ২৬ জেলায় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধ রয়েছে।

রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু জানান, কেন্দ্রীয় কমিটির নেতাদের সিদ্ধান্তে জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোসহ ১৫ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। কারণ, এ সব দাবি বাস্তবায়নে সরকারের মৌখিক আশ্বাস ছাড়া কিছুই পাননি তারা।

এর আগে পৌরসভার চাঁদা আদায় বন্ধ, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি আদায়ে মন্ত্রণালয়কে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু ৩০ নভেম্বরের মধ্যে দাবি-দাওয়া মেনে না নেয়ায় এ কর্মসূচি শুরু হয়েছে।