রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

রাজশাহীতে করোনা ও করোনা উপসর্গ নিয়ে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা পজিটিভ রোগী ছিলেন। অপর ২ জনের শরীরে করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা পরীক্ষা করা হয়নি।

শুক্রবার দিনের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন হলেন, রাজশাহীর তানোর পৌরসভার রায়তন আকচা এলাকার আলফাজ দেওয়ান (৪২) ও রাজশাহী মহানগরীর মথুরডাঙ্গা এলাকার জাহানারা বেগম (৬৫)। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন হলেন, নওগাঁর পোরশার অধিবাসী আবদুল আজিজ (৪৫) ও রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকার দিলরোজ আরা (৬০)। এরমধ্যে দিলরোজ আরা রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এমজে/