মসজিদে বিস্ফোরণ: গ্যাস পাইপ লাইনে লিকেজ, খনন কাজ ফের শুরু

মসজিদে বিস্ফোরণ: গ্যাস পাইপ লাইনে লিকেজ, খনন কাজ ফের শুরু

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মাটির খুঁড়ে গ্যাসের পাইপ লাইনে দুটি লিকেজ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যায় মসজিদের উত্তর পাশে মাটি খুঁড়ে ওই পাইপের সন্ধান পান শ্রমিকরা। মাটির তিন স্তরের নিচে ৪ ফুট গভীরে তিন ইঞ্চি ব্যসের পৃথক দুইটি সংযোগ পাইপে দুইটি লিকেজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এদিকে, আজ সকালে ফের খননকাজ শুরু হয়েছে। সকাল ৮টার দিকে খনন শুরু করেন শ্রমিকরা।

জানা যায়, সোমবার সকাল থেকে মসজিদের সম্মুখে, উত্তর ও পূর্ব পাশে চারটি স্থানে খোঁড়াখুঁড়ি শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তদন্ত কমিটি। এসময় দুটি লিকেজ পাওয়ার কথা জানায় খোঁড়াখুঁড়ি করা শ্রমিকরা। তবে ঘটনাস্থলে উপস্থিত তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মসজিদের উত্তর পাশে পাইপের সন্ধান পাওয়া গেছে।খোঁড়াখুঁড়ি শেষ হোক। তারপর বিস্তারিত বলা যাবে।

এরআগে গত শুক্রবার রাত পৌনে ৯টায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে ৩৯ জন দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে।

এমজে/