ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট

দু'দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন বাইগান। তার আগে তিনি ৩ দিন ভারত সফরে থাকবেন।

শুক্রবার স্টেট ডিপার্টমেন্টের এক মিডিয়া নোটে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিডিয়া নোটে বলা হয়, ডেপুটি সেক্রেটারি অব স্টেট বাইগান ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকছেন।

সফরকালে তিনি বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠকে মিলিত হবেন। ওই সব বৈঠকে মূলত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার অংশীদারি সম্পর্কের পরিচর্যা হবে।

বাইগানের ঢাকার সফরের মধ্য দিয়ে সবার সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত অবাধ, মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক রিজিওন প্রতিষ্ঠার যে প্রয়াস, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কমন ভিশন, তা এগিয়ে নেয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

করোনা পরিস্থিতিতে অনুষ্ঠেয় হাই প্রোফাইল ওই সফরে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে কথা হবে। একই সঙ্গে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের নানা দিক ও চ্যালেঞ্জ প্রশ্নে পারস্পরিক সহযোগিতা কতটা বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।