লকডাউনে পথে পথে দুর্ভোগ

লকডাউনে পথে পথে দুর্ভোগ

লকডাউন জেলার ভোগান্তির চেয়ে ঢাকার দুর্ভোগ কয়েকগুণ বেশি। কেননা, রাজধানী থেকে চলাচল করছে না দূরপাল্লার পরিবহন। এতে ঢাকায় চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা মানুষজন পড়েছেন অন্তহীন দুর্ভোগে।

এদের একজন আশরাফ আলী, পরিবারসহ রাজধানীতে এসেছিলেন প্রয়োজনে যাবেন ময়মনসিংহ। কিন্তু লকডাউনের কারণে আটকা পড়েছেন পরিবারসহ।

একই অবস্থা এই পরিবারেরও ঢাকায় এসেছিলেন সন্তানের চিকিৎসার জন্য। এখন পায়ে হেঁটে বাড়ির পথ ধরেছেন।

সাত জেলায় লকডাউনে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় এমন ভোগান্তি হাজারও মানুষের।

ভোর থেকে রাজধানী ছেড়ে যায়নি দূরপাল্লার পরিবহন। বাস মালিকরা বলছেন, হঠাৎ করে এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা।

এদিকে অনেক যাত্রীর অভিযোগ, আগাম টিকিটের টাকা কম ফেরত দেয়া হচ্ছে কাউন্টার থেকে।

৭ জেলার এই লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত।