সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় নিরুপায় হাজারো মানুষ

সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় নিরুপায় হাজারো মানুষ

করোনা রোধে ঢাকাকে বিচ্ছিন্ন করার জের টানছেন সাধারণ মানুষ। প্রবেশপথে তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এতে পায়ে হেঁটে ঢাকায় ঢুকতে হয়েছে কর্মজীবীদের। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

অসহ্য যন্ত্রণা তবু পায়ে হেঁটেই হাসপাতালের পথে জাহাঙ্গীর আলম। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় নিরূপায় তার মতো হাজারো মানুষ।

ঢাকার আশপাশে ৭ জেলায় লকডাউন কিন্তু বন্ধ নেই অফিস। প্রয়োজনে ঘরের বাইরে পা রেখে ভোগান্তি আর দুর্ভোগ সাথে নিয়ে চলতে হচ্ছে মানুষকে।

এদিকে ভোর থেকেই ঢাকার প্রবেশ মুখে সব পয়েন্টে ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি। ছাড়েনি দূরপাল্লার বাস, ঢাকায় প্রবেশ করেনি অন্য জেলার গাড়ি। নির্দেশনা অমান্যে অনেককেই গুণতে হয়েছে জরিমানা।

এছাড়া দেশের বেশকিছু জেলায় চলাফেরায় বিধিনিষেধ থাকলেও সেভাবে মানছেন না সাধারণ মানুষ। নানা অজুহাতে ঘরের বাইরে জমায়েত হচ্ছেন তারা।

চলমান লকডাউনের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধিরও অভিযোগ রয়েছে কিছু কিছু জেলায়।