বাংলাদেশসহ ৭ দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

বাংলাদেশসহ ৭ দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ালো ফিলিপাইন

বাংলাদেশসহ ৭টি দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে ফিলিপাইন। এই নির্দেশ অনুযায়ী আগামী ১৫ই জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য সচিব ফ্রাঁসিসকো ডুকু তৃতীয় অনলাইন সিএনএন’কে টেক্সট ম্যাসেজের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে অনলাইন সিএনএন। উল্লেখ, ফিলিপাইনে ইন্টার-এজেন্সি টাস্কফোর্স ফর দ্য ম্যানেজমেন্ট অব ইমার্জিং ইনফেকশিয়াস ডিজিজের মুখপাত্র হ্যারি রোকু মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে একই ঘোষণা দিয়েছেন। এ নিয়ে ওই সাতটি দেশের বিরুদ্ধে চতুর্থবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হলো। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের উচ্চ মাত্রার সংক্রমণ রোধে সর্বশেষ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সিএনএন ফিলিপাইন’কে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিপাইনের আন্ডারসেক্রেটারি এবং মুখপাত্র রোজারিও ভারজেইরে বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট বেশ কিছু দেশকে মারাত্মকভাবে আক্রমণ করেছে। এর প্রেক্ষিতে ওই সাতটি দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা একমত হয়েছেন যে, অন্য ৮৫টি দেশে এই ভ্যারিয়েন্ট দেখা দিলেও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হবে না। রোজারিও ভারজেইরে বলেন, আমরা ঠিক এখন দেখতে পাচ্ছি ৯২টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। কিন্তু এসব দেশের সবার কাছ থেকে আমরা ফিলিপাইনকে বিচ্ছিন্ন রাখতে পারি না। আমাদের সুপারিশে অন্য দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বলা হবে না। তবে সীমান্তে কড়াকড়ি থাকবে।