ইউনাইটেড হাসপাতালে আগুন

নিহত চার পরিবার এক কোটি টাকা পেল

নিহত চার পরিবার এক কোটি টাকা পেল

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আগুনে নিহত ৪ ব্যক্তির পরিবারকে আদালতের আদেশ অনুসারে ২৫ লাখ টাকা করে ১ কোটি টাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর সমঝোতার মাধ্যমে নিহত অপর এক ব্যক্তির পরিবারকে ইতিপূর্বে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৭ মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্টে থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়। তারা হলেন রিয়াজুল আলম, খোদেজা বেগম, ভারনন অ্যান্থনি পল, মো. মনির হোসেন ও মো. মাহাবুব।

ওই ঘটনায় ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে নিহত রিয়াজুলের স্ত্রী ফৌজিয়া আক্তার, নিহত খোদেজার ছেলে মো. আলমগীর ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহাবুব গত বছর পৃথক রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে নিহত চার ব্যক্তির পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন নিষ্পত্তি করে দিয়ে গত ২৯ এপ্রিল আপিল বিভাগ নিহত ৪ ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই অর্থ দিতে বলা হয়।

ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের অন্যতম আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ অনুসারে নির্ধারিত ৩০ দিনের মধ্যে নিহত ৪ পরিবারের সদস্যদের ২৫ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সমঝোতার মাধ্যমে নিহত মো. মনির হোসেনের পরিবারকে এর আগে ২০ লাখ টাকা প্রদান করা হয়।

নিহত মাহাবুবের একমাত্র ছেলে আনান চৌধুরী বলেন, ‘ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে ২৫ লাখ টাকা দিয়েছে। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছি।’