ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল

লকডাউনের মধ্যে আগামীকাল রোববার থেকে গার্মেন্টসহ শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে তারা। এতে করে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি।

সড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, মির্জাপুর, গোড়াই এলাকায় যাত্রীদের ব্যাপক ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঢাকামুখী হচ্ছেন। পায়ে হেঁটেও যেতে দেখা যাচ্ছে লোকজনদের। পুলিশের তেমন কোন তৎপরতা দেখা যায়নি সড়কটিতে।

এলেঙ্গায় কথা হয় গার্মেন্টস কর্মী মরিয়মের সাথে। কাজ করেন গাজীপুর একটি গার্মেন্টসে।

তিনি জানান, কাল থেকে গার্মেন্টস খোলা। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না। প্রাইভেট কার, সিএনজি, মাইক্রোবাসে কয়েকগুণ বেশি ভাড়া। তাই ট্রাকেই যাচ্ছি।

মরিয়মের মতো আলতাফ, মনোয়ারা, ফারজানা, রফিকুল ইসলাম, মাসুদসহ আরো অনেকেই জানান, কাল গার্মেন্ট খোলা। চাকরি রক্ষার্থে যেকোনভাবে কাল কাজে যোগ দিতে হবে। যেভাবে পারি যেতেই হবে।

এমজে/