সারা দেশে করোনায় আরও ৯৩ প্রাণহানি

সারা দেশে করোনায় আরও ৯৩ প্রাণহানি

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনেও থামানো যাচ্ছে না আক্রান্তের হার।

আজ শুক্রবার (১৩ আগস্ট) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো—

রাজশাহী বিভাগ
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৭টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৭ জন মারা গেছেন।

ময়মনসিংহ
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে করোনা শনা‌ক্তের সংখ্যা কম‌লেও বে‌ড়ে‌ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হ‌য়ে‌ছে আরও ৬ জন। এ সময়ে নতুন ক‌রে শনাক্ত হ‌য়ে‌ছেন আর ৮৭ জন।

চট্টগ্রাম বিভাগ
চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনায় এবং অন্যরা উপসর্গ নিয়ে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নোয়াখালী: নোয়াখালী জেলা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগ
খুলনা: খুলনার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা ৫ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনা আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ৮৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৯৩% শতাংশ।

ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু। এ ছাড়া একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৯১ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

নড়াইল: নড়াইল জেলা সদর হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগ
বরিশাল: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৬ জন। এর মধ্যে ১ জন করোনা পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রংপুর বিভাগ
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট: লালমনিরহাট জেলা সদর হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিভাগ
ফরিদপুর: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন আরও ৩ জন।

সিলেট বিভাগ
সিলেট: সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৩১ জন। শনাক্তের হার ৩১.৬১% শতাংশ। তবে শুধু সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ৩৯০ জন।

এমজে/