করোনায় শনাক্ত ১৯ লাখ ছাড়াল

করোনায় শনাক্ত ১৯ লাখ ছাড়াল

দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ৫ হাজার ২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নতুন রোগী ও মৃত্যু কমেছে। তবে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার সামান্য বেড়েছে। আগের দিন ৫ হাজার ২৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২৭ জনের।

এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ এক লাখ রোগী শনাক্ত হয়েছে ১২ দিনে। ১ ফেব্রুয়ারি মোট রোগী শনাক্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়ে যায়। সে সময় এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছিল এক সপ্তাহে।

প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারিতে সেটি দ্বিতীয়বারের মতো এক সপ্তাহে লাখ রোগী শনাক্তের ঘটনা। তার আগে গত বছর ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সাত দিনে লাখ রোগী শনাক্ত হয়েছিল।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞাপন

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৮ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া রাজশাহী ও খুলনায় ২ জন করে, বরিশাল, সিলেট ও রংপুরে ১ জন করে মারা গেছেন।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন।