শায়েস্তাগঞ্জে সাংবাদিক নির্যাতনের দায়ে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

শায়েস্তাগঞ্জে সাংবাদিক নির্যাতনের দায়ে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জের বাহুবলে চাঁদাবাজি ও সাংবাদিকের ওপর হামলার দায়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় সিলেট হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, করিম ও মামুন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট হাইওয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে তাদের প্রত্যাহার করে রোববার সন্ধ্যায় আদেশ পাঠানো হয়েছে।

হামলার শিকার সাংবাদিক ছাদিকুর রহমান জানান, শুক্রবার হবিগঞ্জের বাহুবলের লোহাখলা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারকালে হাইওয়ে থানার এসআই হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, করিম ও মামুনসহ পুলিশের একটি টিম একটি টমটম আটক করেন। তারা টমটমের মালিকের কাছে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় গাড়িটি থানায় নিয়ে যাবেন বলে তারা জানান।

খবর পেয়ে সাংবাদিক ছাদিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং ছবি তোলেন। এতে ওই পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে জোর করে তাকে গাড়িতে তুলে জনসম্মুখে লাঠিচার্জ করেন। এ খবর এলাকায় জানাজানি হলে লোকজনের তোপের মুখে পড়ে ছাদিকুরকে ছেড়ে বাধ্য হয় পুলিশরা। পরে তিনি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। বাহুবল প্রেস ক্লাবের নেতারা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

এমজে/