রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ফিলিপ্পো গ্র্যান্ডি

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ফিলিপ্পো গ্র্যান্ডি

জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন। রোববার সকালে তাঁর নেতৃত্বে প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরির্শন করেন। পরিদর্শনকালে ক্যাম্পে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক।

তিনি জানান, নারী ভলানটিয়ারসহ রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিপ্পো গ্র্যান্ডি। বৈঠকে রোহিঙ্গাদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান বিষয়ে আলোচনা উঠে আসে। রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চান কিনা জানতে চাইলে রোহিঙ্গা নেতারা ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধি দল ইউএনএইচসিআর পরিচালিত ব্র্যাক কমিউনিটি সেন্টার পরিদর্শন, মতবিনিময়, রোহিঙ্গাদের ফুটবল খেলা উপভোগ করে। পরে তাঁরা রোহিঙ্গাদের শিশুদের পাঠদান কার্যক্রম দেখেন।

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল দুপুরে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করে।