এই সরকারকে বিদায় করতে হবে: খন্দকার মোশাররফ

এই সরকারকে বিদায় করতে হবে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ইভিএম মেশিনে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজের ভোট নিজ হাতে দেবে।’

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ‘এখন আমাদের সামনে একটি চ্যালেঞ্জ। তা হলো গায়ের জোরে ক্ষমতায় থাকা এই সরকারকে বিদায় করতে হবে এবং নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্বাচনে জনগণ নিজের হাতে নিজের ভোট দেবে, মেশিনে নয়। এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া একটি বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে কারাদণ্ডপ্রাপ্ত। বর্তমানে প্রশাসনিক অর্ডারে সাময়িকভাবে মুক্ত। তিনি অত্যন্ত অসুস্থ। কিছুদিন পূর্বে হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। তিনি অত্যন্ত খারাপ অবস্থায় দিন পার করছেন।’

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে শর্ত প্রত্যাহার করার দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন। তিনি বলেন, ‘চতুর্থবারের মতো করোনাভাইরাস সংক্রমণের ঢেউ চলছে। এটা সরকারের অবহেলার কারণেই। আমাদের দেশের আগে চীনে নতুন করে আবার এই ওয়েভ সৃষ্টি হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভ্রুক্ষেপ করা হয়নি, এটাকে কোনো রকমের পাত্তা দেওয়া হয়নি।’

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য রফিকুল আলমের সঞ্চালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম প্রমুখ। পরে খালেদা জিয়াসহ নেতাদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।