গত অর্থবছরে ৮ হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: বিএফআইইউ

গত অর্থবছরে ৮ হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: বিএফআইইউ

গত অর্থবছরে ৮ হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। বছর ব্যবধানে এ সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ৩৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে সন্দেহজনক লেনদেন হয় সোয়া ৫ হাজার। তবে বাংলাদেশ থেকে বছরে কী পরিমাণ অর্থ পাচার হয়- তার যথাযথ হিসাব বিএফআইইউ এর কাছে নেই বলে জানান আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান।

তার মতে, গত দুই বছরে বাণিজ্যিক লেনদেনের আড়ালেই বেশি অর্থপাচার হয়েছে। গত অর্থবছরে ৮ হাজার ৫৭১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলেও জানান তিনি।