টিএসসিতে ছাত্রী হেনস্থার অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

টিএসসিতে ছাত্রী হেনস্থার অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।

আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাজমুল ওরফে জিম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী এবং সেই হলের ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহানের অনুসারী বলে দ্য ডেইলি স্টারের কাছে পরিচয় দেন।

ফেসবুক অ্যাকাউন্টে মারিয়ামের সঙ্গে তার ছবি দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত পৌনে ৩টার দিকে ২ বন্ধুর সঙ্গে রাজু ভাস্কর্যের সামনে ছবি তুলছিলেন সেই ছাত্রী। নাজমুল ও তার এক বন্ধু সেই ছাত্রী ও তার সঙ্গে থাকা বন্ধুদের এতো রাতে ক্যাম্পাসে আসার কারণ জানতে চান।

সেই শিক্ষার্থী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন।

তিনি বলেন, 'জন্মদিন উদযাপন শেষে বন্ধুদের নিয়ে রাজু ভাস্কর্যের সামনে ছবি তুলছিলাম। সে সময় ২ জন বাইক থামিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করেন। আমার সঙ্গে অশালীন আচরণ করেন। আমি এর প্রতিবাদ করলে আমাকে হেনস্থা করা হয়।'

অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল বলেন, 'এতো রাতে ক্যাম্পাসে কী করেন—জানতে চাইলে আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়। আমাকে চড় মারলে আমিও তাকে চড় মারি।'