ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

ইংল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই থ্রি লায়ন্সদের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন। হাসান মাহমুদের ক্যাচ বানিয়ে ৫ রানে ফিরিয়েছেন ডেভিড মালানকে। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। পরে আরো তিনটি উইকেট শিকার করে ইংল্যান্ডকে চেপে ধরেছে টাইগাররা।

তবে আরেক ওপেনার ফিলিপ সল্টের ব্যাট আজ হয়ে উঠে বেশ চওড়া, আক্রমণাত্মক মেজাজেই খেলতে থাকে এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেনন ওয়ানডাউনে নামা মইন আলি। পাওয়ার প্লেতে শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫০ রান।

পাওয়ার প্লের পরেই বল হাতে আসেন সাকিব আল হাসান। অধিনায়কের মতোই ম্যাচে ফেরান দলকে, ফেরান ফিলিপ সল্টকে। ভাঙেন ৩৪ রানের জুটি। ১৯ বলে ২৫ করে আউট হন সল্ট। এই ওভারে মাত্র ১ রান দেন সাকিব।

এরপরের ওভারে বল করতে আসেন হাসান মাহমুদ। তিনিও সাকিবের মতো প্রথম ওভারেই সাফল্য পান। অধিনায়ক জস বাটলারকে মাত্র ৪ রানে ফেরান তিনি।

ফলে ৮ ওভার শেষে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান। মইন ১৬ বলে ১৫ ও বেন ডাকেট অপরাজিত আছেন ৩ বলে ০ রানে।