এবার বঙ্গবাজারে বরিশাল প্লাজায় আগুন

এবার বঙ্গবাজারে বরিশাল প্লাজায় আগুন

এবার রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। তবে ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার।

ব্যবসায় লগ্নি করা অর্থের প্রায় সবটা হারিয়েছেন। পুড়ে যাওয়া বঙ্গবাজারের ধ্বংসস্তূপের সামনে এসে কান্না ধরে রাখতে পারেননি ব্যবসায়ী তুষার হোসেন মোল্লা। গতকাল বেলা ১১টায়

রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, বরিশাল প্লাজায় অগ্নিনির্বাপণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বরিশাল প্লাজার পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত। ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত কিংবা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা জানার চেষ্টা চলবে বলে জানান রোজিনা আক্তার।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবাজারে আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।