নির্বাচন প্রস্তুতি দেখতে ইইউ প্রতিনিধিদল ঢাকায়

নির্বাচন প্রস্তুতি দেখতে ইইউ প্রতিনিধিদল ঢাকায়

সরেজমিন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী অগ্রগামী দল এখন ঢাকায়। শনিবার সন্ধ্যায় ইইউ’র ৬ সদস্যের  প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের দু’জন সদস্য ঢাকায় পৌঁছান। বাকি ৪ জন রাতে বাংলাদেশে পৌঁছানোর কথা। 

রবিবার থেকে ইইউ টিমের  দুই সপ্তাহব্যাপী ঢাকা মিশন শুরু হবে। মিশনের মূল কাজ নির্বাচন পর্যবেক্ষণের  পরিবেশ আছে কিনা তা খতিয়ে দেখা। অর্থাৎ আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক টিম পাঠালে তার কর্মপরিধি কি হবে, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয় নির্বাচন কমিশন কতোটা ফ্যাসিলিটেড করবে তার আগাম মূল্যায়ন করা।