জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বিএনপির বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

ঢাকায় নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে বৈঠকে বিএনপি আবারও জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে শেখ হাসিনার অধীনে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বুধবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে ওই বৈঠক হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আলোচনায় আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে সবাই যেমন উদ্বিগ্ন, তাদেরও (জার্মান) উদ্বেগ আছে; নির্বাচনটা কীভাবে হতে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কি না; এটা নিয়ে বিশ্বের সবাই যেমন উদ্বিগ্ন (কনসার্ন), তারাও (জার্মানি) জানতে চাইছে-সেই কনসার্ন নিয়ে আলোচনা হয়েছে।’

আমীর খসরু বলেন, ‘আমরা বারবার যে কথাটা বলেছি, বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ, এই নির্বাচন আবারও ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া আর কিছু নয়।’

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘জার্মানিসহ সবাই বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছে। তারা তো প্রক্রিয়া বলে দেবে না। প্রক্রিয়াটা কী হবে, সেটা বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেটা বারবার বলেছি, নিরপেক্ষ সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ও জার্মানের সঙ্গে যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতামূলক কার্যক্রমগুলো আছে, সেগুলোকে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনিল কবির উপস্থিত ছিলেন।