প্রচারের শেষদিনে প্রার্থিতা ফিরে পেলেন আসলাম চৌধুরী

প্রচারের শেষদিনে প্রার্থিতা ফিরে পেলেন আসলাম চৌধুরী

চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ধানের শীষের প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমানে কারাগারে আটক আসলাম চৌধুরী। প্রচার শেষ হওয়ার দিনে তিনি প্রার্থিতা তার প্রার্থিতা ফিরে পেলেন।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে বিষয়টি নিশ্চত করা হয়েছে।

আসলাম চৌধুরীর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে এত দিন এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন আসলাম চৌধুরীর বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক চৌধুরী।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ইসহাক চৌধুরীকে বাতিল প্রার্থীদের তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে আসলাম চৌধুরীর নাম লেখা আছে।

ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র যাচাইয়ের দিনে আসলাম চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তারা আপিল করেন নির্বাচন কমিশনে। সেখানে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে যান।

গত ১৩ ডিসেম্বর বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। পরে সেটিও স্থগিত হয়। আপিল বিভাগ উচ্চ আদালতের আদেশ বহাল রাখে।

(জাস্ট নিউজ/একে/১৮৪৫ঘ.)