বিবিসি’কে মঈন খান

রাজনীতি না থাকলে খালেদা জিয়ার জামিনের বিষয়টি ৫ মিনিটের ব্যাপার

রাজনীতি না থাকলে খালেদা জিয়ার জামিনের বিষয়টি ৫ মিনিটের ব্যাপার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অধিকারে সরকার বাধা দিতে পারে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, এধরনের মামলায় জামিনের ভুড়িভুড়ি উদাহরণ আছে, অথচ বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছেন না সম্পূর্ণ রাজনৈতিক কারণে ই এমনি হচ্ছে।

শুক্রবার বিবিসি’র সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ মিনিট সময় লাগে এধরনের মামলার জন্য। একমাত্র রাজনৈতি কারণে যদি তাকে জামিন না দেয়া হয়, তাহলে কিছু বলার নেই। দেশের শত শত হাজার হাজার মানুষ যে প্রক্রিয়ায় জামিন পায়, বেগম খালেদা জিয়াও সেভাবেই জামিন চেয়েছেন।

মঈন খান বলেন, বেগম জিয়া দেশের তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন সে কথা বাদ দিলাম। ৭৬ বছরে একজন নারী হিসেবে জামিন তার প্রাপ্য। বর্তমান সরকার সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা হাসির জন্য তিনবারের প্রধানমন্ত্রীকে জেলে আটকিয়ে রেখেছে।

সরকার বলছে বেগম জিয়া যদি প্যারোল আবেদন করেন তবে সরকার বিবেচনা করবে বিবিসি’র এমন প্রশ্নে মঈন খান বলেন, প্যারোল নিয়ে বিদেশ যাবে কিনা দেশে চিকিৎসা নেবেন সেটা পরের কথা আগে তো তাকে জামিন পেতে হবে। যেটা সরকার তাকে বাধা দিচ্ছে।

বিএনপি আন্দোলন গড়ে তুলতে পারেনি বিবিসি’র এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, সারাদেশে নিয়মতান্ত্রিক আন্দোলন করার কোনো পরিস্থিতি নেই। প্রেস ক্লাবের সামনে মানব-বন্দন পযর্ন্ত করা যাচ্ছে না। সরকারে পেটোয়া বাহিনী দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করছে।বিএনপির বিরুদ্ধে ৮৩ হাজার মামলা দেয়া হয়েছে ২৫ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামালা আছে। কিভাবে গত নির্বাচন করেছে মধ্যরাতে বিবিসিসহ দেশের বিদেশের পত্রিকায় সংবাদ এসেছে। ইেকানোমিক্স লন্ডনে রির্পোটে বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু হয়েছে। দেশে বহুদলীয় গণতন্ত্রের কবর হয়েছে। যেহেতু বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আমরা সরকারে দমন নিপীড়ন হামলা মামলা মোকাবেলয় করে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে কে মুক্তি করবোই।

এমআই