দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাপার সঙ্গে বৃটিশ হাই কমিশনারের বৈঠক

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাপার সঙ্গে বৃটিশ হাই কমিশনারের বৈঠক

রাজনীতি, অর্থনীতি, সম-সাময়িক ঘটনা প্রবাহসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃটিশ দূতের বারিধারাস্থ বাসভবনে অনুষ্ঠিত বুধবার মধ্যাহ্নের ওই বৈঠকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারও ছিলেন বলে জানা গেছে।

ওই বৈঠক বিষয়ে বৃটিশ দূত সচিত্র টুইট বার্তায় লিখেন- ‘রাজনৈতিক সিস্টেমে সক্রিয় থাকা ভিন্নমতের দলগুলোর সঙ্গে বৈঠক কূটনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ বিকালে জিএম কাদের ও তার দলের অন্যদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো।’

চেয়ারম্যান ও বৃটিশ দূতের বৈঠকে উপস্থিত জাতীয় পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এটা একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। বৃটিশ হাই কমিশনার জাতীয় পার্টি চেয়ারম্যানসহ আমাদের চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।