কোনো বাধা মানবো না, চলেন এগিয়ে যাই : তাবিথ আউয়াল

কোনো বাধা মানবো না, চলেন এগিয়ে যাই : তাবিথ আউয়াল

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, ‘চলেন এগিয়ে যাই, কোনো বাধা মানবো না। এই ফ্যাসিবাদী সরকারকে আর ক্ষমতায় থাকতে দিব না।’

আজ শনিবার ফরিদপুরে আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বরে বিএনপির গণসমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে বেলা ১১টায় ফরিদপুর গণসমাবেশ শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ফরিদপুর ওলামা দল আহ্বায়ক হাফেজ মওলানা কবির হোসেন। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, ‘আজকে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিথি, একে একে সবার নাম বলতে মন চায়। আমাদের নেতা তারেক রহমান আজকে আমরা যারা আছি তাদের ঐক্য করে দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আগামীদিনে এই ফ্যাসিবাদকে দমন করেই ছাড়ব।’

তাবিথ আউয়াল আরও বলেন, ‘আমাদের দাবির আওয়াজ আজকে শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবী শুনছে।’ আগামী দিনে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে গণসমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ঢাকা মহানগর মহিলা দল উত্তরের আহ্বায়ক ও ফরিদপুরের সন্তান চৌধুরী নায়েবা ইউসুফসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশের শুরুতেই বক্তব্য দেন শরিয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুরের নেতারা। গণসমাবেশ সঞ্চালনা করছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ও এ কে এম কিবরিয়া স্বপন।