পল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

পল্টনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

রাজধানীর পল্টনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ চলছে। শনিবার বেলা আড়াইটা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে, দুপুর ২টার দিকে পল্টনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

ঘটনাস্থল থেকে জানায়, দুপুর ২টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল। একই সময়ে পল্টন থেকে কাকরাইল মোড়ে পুলিশের সাথে বিএনপি'র নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ছোড়া হচ্ছিল রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল।

বিএনপি'র নেতাকর্মীরা হঠাৎ পুলিশকে ধাওয়া দিয়ে পল্টন মোড়ে নিয়ে আসে। পুলিশকে ধাওয়ার খরব শুনেই সমাবেশ থেকে লাঠি, হকস্টিক হাতে দৌঁড়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে এলে পিছু হটে বিএনপি।

বর্তমানে দুপক্ষের ধাওয়া পালটা ধাওয়া চলছে। এতে বেশ কয়েজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।