অবরোধে সিলেটে গাড়িতে আগুন, ভাঙচুর

অবরোধে সিলেটে গাড়িতে আগুন, ভাঙচুর

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে খাদ্য সামগ্রী বোঝাই একটি পিকআপে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন-খালের মুখের জলকরকান্দি এলাকায় সকাল ৯ টার দিকে ছাত্রদলের কর্মীরা সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে অবরোধ দেয়।

এক পর্যায়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিলে তারা চলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

সকাল ১০টার দিকে যুবদল কর্মীরা নগরীর শাহজালাল ব্রিজ এলাকায় হঠাৎ অবরোধ করে। এ সময় সড়কে চলাচলকারী ২-৩টি ট্রাক ভাঙচুর করে। সকাল ৭ টার দিকে শহরতলীর লালাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল ও স্থানীয় বিএনপি’র কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। রাস্তায় ইট ফেলে তারা অবরোধ করে। পরে পুলিশ গেলে নেতাকর্মীরা চলে যায়।

দুপুরে নগরের জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ করেছে যুবদল কর্মীরা।

এদিকে-সিলেটের মহাসড়ক সহ নগরের প্রবেশমুখে পুলিশের পাশাপাশি বিজিবিও অবস্থান নিয়েছে। বিভিন্ন জায়গায় বিজিবিকে টহলে দেখা গেছে।