শাহজাহান ওমর ৪ দিন ও শরীফুল আলম ৩ দিনের রিমান্ডে

শাহজাহান ওমর ৪ দিন ও শরীফুল আলম ৩ দিনের রিমান্ডে

বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শনিবার দিবাগত রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুন দেয়ার মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রশিদুল আলম রোববার এ আদেশ দেন। 

শাহজাহান ওমরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে আজ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি শরীফুল আলমকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।