মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বাসদ

মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বাসদ

মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতন্ত্রিক দল (বাসদ)। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে নেতারা এ দাবি জানান।

বাসদ নেতারা বলেন, মেট্রোরেলকে উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্তদের বিলাসী পরিবহনের পরিবর্তে সাধারণ মানুষের গণপরিবহনে পরিণত করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু করতে হবে, যা পার্শ্ববর্তী দেশগুলোতে চালু আছে। মেট্টোরেলের চলতি ভাড়া কমাতে হবে।

তারা বলেন, মেট্রোরেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকাবাসীকে নিয়ে এই সিদ্ধান্ত বাতিলে গণআন্দোলন গড়ে তুলতে হবে। 

বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে এবং সদস্য খালেকুজ্জামান লিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, ঢাকা মহানগর সদস্য জাকির হোসেন, রোখশানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।