মেসিকে অবসর নিতে বলছেন ম্যারাডোনা

মেসিকে অবসর নিতে বলছেন ম্যারাডোনা

ঢাকা, ১ অক্টোবর (জাস্ট নিউজ) : লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মধ্যকার সম্পর্ক অনেকটা অম্ল মধুর। একদিন মেসিকে বিশ্বসেরা বলছেন, তো অন্যদিন দলকে নেতৃত্ব দিতে পারেন না বলে ক্ষোভ ঝাড়ছেন। আরেকটি বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশামাখা পারফরম্যান্সের পর ভাবা হয়েছিল, এবার আর মেসির রক্ষা নেই।


পূর্বসূরির কথার চাবুকে শেষ হয়ে যাবেন আর্জেন্টিনার ফুটবলের শেষ ভরসা। কিন্তু সবাইকে চমকে দিয়েছেন ম্যারাডোনা। উল্টো মেসিকে পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনা দল থেকে অবসর নিয়ে নিতে। কারণ, মেসিকে পাওয়ার মতো যোগ্য দল নয় আর্জেন্টিনা।

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে হোর্হে সাম্পাওলি বিদায় নিয়েছেন। নতুন কোচ লিওনেল স্ক্যালোনি দায়িত্ব পাওয়ার পর দুটো প্রীতি ম্যাচ খেলেছেন। তবে যুক্তরাষ্ট্রে যাওয়া সে স্কোয়াডে মেসি ছিলেন না। কারণ, আপাতত আর্জেন্টিনা দলে খেলার ইচ্ছে নেই বলে জানিয়ে দিয়েছেন মেসি। আগামী বছর কোপা আমেরিকায় খেলবেন কি না সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর্জেন্টিনার হয়ে আর কখনো তাকে দেখা যাবে কি যাবে না, এ নিয়েও শঙ্কা আছে। ম্যারাডোনার কথা যদি মেনে নেন মেসি, তাহলে আর সে সম্ভাবনা নেই।

গতকাল আর্জেন্টাইন পত্রিকা ক্ল্যারিনের সঙ্গে কথোপকথনে মেসিকে আর ফিরতে মানা করেছেন ম্যারাডোনা, ‘মেসি কী বলব? আর কখনো যেন না আসে। অবসর নিয়ে নিতে বলব। অনূর্ধ্ব ১৫ দল হেরেছে, সেটা মেসির দোষ। এমন সূচি দেওয়া হলো যাতে আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সের খেলা এক সঙ্গে পড়েছে, মেসিকে গালি দাও। যত দোষ সব মেসির। আমার সহ্যক্ষমতার আর পরীক্ষা নিয়ো না। আমি ওকে বলব, “আর কিছু করো না, ছেলে। চলে দেখি, ওরা সে চাপ নিতে পারে কি না। দেখি না, ওরা আসলেই যোগ্য কি না।”’

মেসির মতো খেলোয়াড় থাকার পরও আর্জেন্টিনা সাফল্য পাচ্ছে না। এর দায় মেসি নয়, আর্জেন্টিনা দলের ওপর দিচ্ছেন ম্যারাডোনা। আর এ কারণেই চাইছেন মেসি আর কখনো আর্জেন্টিনার পক্ষে না খেলুক, ‘আমি চাই সে একদিন আমাদের বলুক, “সবাই গোল্লায় যাও।” কারণ, আমরা বিশ্ব সেরা হতে পারিনি এটা ওর দোষ না। হ্যাঁ, আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু যখন আমি রেস ট্র্যাকে যান তখন আশা করবেনই যে আপনার ঘোড়া জিতুক কিন্তু সে অষ্টম (সবার শেষে) হলো। ফর্মুলা ওয়ানে ভেত্তেলের ইঞ্জিন দারুণ তবু হ্যামিল্টন (লুইস) জয় পায়। বর্তমানে জাতীয় দল আমার কিংবা মানুষকে কোনো আনন্দ দেয় না। আমরা সেই আবেদন হারিয়ে ফেলেছি, সেই আবেগ। নিকারাগুয়া কিংবা মাল্টার বিপক্ষেও এরা খেলতে পারে না। আমাদের সব গৌরব আস্তাকুঁড়ে ফেলে দিচ্ছি।’

বর্তমান কোচ অবশ্য হাল ছাড়ছেন না। এ কারণেই ১০ নম্বর জার্সিটা রেখে দিয়েছেন যত্ন করে। এ কারণেও স্ক্যালোনি বকুনি খেয়েছেন, ‘স্ক্যালোনি একটা বোকা। ওকে দেখলেই বোকা মনে হয়। কারণ আমি মেসিকে ১০ নম্বর জার্সিটা দিয়েছি। মেসিরও উচিত তার উত্তরসূরিকে জার্সিটা দেওয়া। এটা হাস্যকর, এটা আমাকে রাগিয়ে দিচ্ছে।’

শুধু তাই নয়, আর্জেন্টিনার কোচ হিসেবে স্ক্যালোনিকে দেখতে চান না ম্যারাডোনা। তার চোখে এ দায়িত্ব পাওয়ার যোগ্য নন বর্তমান কোচ, ‘স্ক্যালোনি ভালো ছেলে কিন্তু সে তো ট্রাফিকও নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা কীভাবে জাতীয় দল ওর কাছে দিই? এতজন এ দলে খেলেছে। এ দলের জন্য তাদের দাঁত, মাথা ভেঙেছে। আর আপনি স্ক্যালোনিকে দায়িত্ব দিচ্ছেন? স্ক্যালোনি বলছে সে প্রস্তুত। কিন্তু আমি তো ওকে কখনো আর্জেন্টিনার হয়ে গোলও করতে দেখিনি। অপমান করতে চাচ্ছি না। যখনই চাইবে ওর সঙ্গে বারবিকিউ পার্টিতে যাব। কিন্তু কোচ হিসেবে তাও আবার জাতীয় দলের, না ধন্যবাদ।'

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০৩৪ঘ.)