সন্ধ্যায় নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা

সন্ধ্যায় নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা

ঢাকা, ২ অক্টোবর (জাস্ট নিউজ) : ভুটানের থিম্পুতে চলছে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল টুর্নামেন্ট। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টটি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপের খেলায় রবিবার পাকিস্তানের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল জয় পেয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষের বিশাল জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমি ফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য বাংলাদেশের। গেল ম্যাচে ৭ গোল করে বাংলাদেশের গোল উৎসবের নেতৃত্ব দেওয়া সিরাত জাহান স্বপ্নার মতে পাকিস্তানের চেয়ে নেপাল ভালো দল।

তবে নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে পারলে জয় সম্ভব বলে মনে করেন তিনি, ‘পাকিস্তানের চেয়ে নেপাল ভালো খেলে। তবে আমরা যেভাবে শুরু করেছি সেই ধারা বজায় রাখতে পারলে নেপাল জয় কঠিন কিছু না। তাদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আমাদের।’

আগের ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ অ্যাটাকিং ফুটবল খেলবে বলে জানিয়েছেন কোচ ছোটন। শিষ্যদের নিয়ে সন্তুষ্ট কোচ বলেছেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল অনেক গোল করে গোল গড়ে এগিয়ে থাকা। এই কাজটা খুব ভালো করেছে আমার দলের মেয়েরা। নেপালের সঙ্গেও আমরা সেই খেলা খেলব, অ্যাটাকিং ফুটবল খেলে ম্যাচ জেতার লক্ষ্য আমাদের।’

(জাস্ট নিউজ/একে/১৪২৫ঘ.)