দেশে ফিরলেন সাকিব

দেশে ফিরলেন সাকিব

ঢাকা, ১৪ অক্টোবর (জাস্ট নিউজ) : টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আঙুলের পুঁজ জমে ইনফেকশন হয়ে যাওয়ায় এশিয়া কাপ শেষ না করেই দেশে ফিরেছিলেন সাকিব। ৫ অক্টোবর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন যান তিনি।

অস্ট্রেলিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, সাকিবের আঙুলের ইনফেকশন অনেকটাই ভালোর দিকে। সব ঠিক থাকলে মাস তিনেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে মাঠে নামতে পারবেন তিনি। তখন তার খেলার সময় ব্যথা অনুভূত না হলে খেলে আর অপারেশনের দরকার নাও হতে পারে।

গতকাল শনিবার ফেসবুকে সাকিব লিখেন, সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার এত অগনিত এবং দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগআপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইন শা আল্লাহ আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।

(জাস্ট নিউজ/এমজে/১৩২০ঘ.)