শীর্ষে বেলজিয়াম, পিছিয়ে গেল ফ্রান্স

শীর্ষে বেলজিয়াম, পিছিয়ে গেল ফ্রান্স

ঢাকা, ২৬ অক্টোবর (জাস্ট নিউজ) : ফিফা র‍্যাঙ্কিংয়ে তালিকার শীর্ষে উঠে এল বেলজিয়াম। যদিও এর আগে গত মাসে প্রকাশিত তালিকাতেও বেলজিয়াম শীর্ষেই ছিল। তবে সেই শীর্ষ অবস্থান ছিল যৌথভাবে ফ্রান্সের সঙ্গে।

বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ তালিকায় এককভাবে সবার ওপরে উঠে আসল বেলজিয়াম। এই তালিকায় বেলজিয়ামের পয়েন্ট ১ হাজার ৭৩৩। ১ পয়েন্ট কম নিয়ে বেলজিয়ামের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

উয়েফা ন্যাশনস লিগে সুইজারল্যান্ডকে হারিয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করে ফরাসিদের টপকে যায় বেলজিয়াম। তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড। গেল পাঁচ বছরে এটা ইংলিশদের সেরা অর্জন। মানে গত পাঁচ বছরে এবারই প্রথম তালিকার এত ওপরে তাঁদের অবস্থান। তালিকায় ফ্রান্সের পরেই আছে ব্রাজিলের নাম। ব্রাজিলের পর চার নম্বরে আছে ক্রোয়েশিয়া। এক ধাপ পিছিয়ে আর্জেন্টিনার অবস্থান ১২তে। জার্মানির অবস্থান সেরা দশের বাইরে আগেই ছিল। জার্মানরা পিছিয়েছে আরও দুই ধাপ। লোর শিষ্যদের বর্তমান অবস্থান ১৪ নম্বরে।

(জাস্ট নিউজ/এমজে/৯৩০ঘ.)