টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ঢাকা, ২২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। শিশিরের প্রভাবের কারণে প্রথমে বল করা দল কিছুটা সুবিধা পাবে। তবে সেরা খেলা খেলতে পারলে শেষে বল করলেও ম্যাচ জেতা যায় সেটা সাকিবরা আগের ম্যাচেই বুঝিয়েছেন।

বাংলাদেশ তিন টি-২০ ম্যাচেই একই দলের ওপর আস্থা রেখেছে। সিরিজ জয়ের ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে নেমেছে সাকিবরা। তবে ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ জয়ের ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তাদের দলে ড্রারেন ব্রাভোর জায়গায় রুদারফোর্ড জায়গা পেয়েছেন।

পূর্ণাঙ্গ সিরিজের শেষ ম্যাচ এটি। এর আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। ওয়ানডে সিরিজে পেয়েছে ২-১ ব্যবধানে জয়। এবার আবার টি-২০ সিরিজ জয়ের সামনে সাকিবরা। এর আগে ২০০৯ সালের উইন্ডিজ সফরে ট্রেবল জয়ের সুযোগ ছিল সাকিবদের। সেই খেদে এবার মেটানোর পালা সাকিবদের। সিরিজে ১-১ ব্যবধানে সমতা নিয়ে নেমেছে দু'দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আরিফুল হক, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, আবু হায়দার, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, এভিন লুইস, সিমরন হেটমায়ার, নিকোলাস পরান, রোভম্যান পাওয়েল, শারফেন রুদারফোর্ড, কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডম কটরেল, ওসানে থমাস।

(জাস্ট নিউজ/একে/১৬৪০ঘ.)