চ্যাম্পিয়ন `দ্য হর্স গার্ল’ তাসমিনা

চ্যাম্পিয়ন `দ্য হর্স গার্ল’ তাসমিনা

শেরপুরের নকলা উপজেলায় বঙ্গবন্ধু আদর্শ ক্লাব আয়োজিত ঘোড় দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁর তাসমিনা আক্তার।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নকলা উপজেলার কবুতরমারী এলাকায় অনুষ্ঠিত ঘোড় দৌড়ে দুটি গ্রুপে দেশের বিভিন্ন জেলার ৫০ জন ঘোড়সওয়ার অংশগ্রহণ করেন।
ঘোড় দৌড়ের ‘দাপট’ গ্রুপে ২০ জন প্রতিযোগীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নওগাঁর তাসমিনা।

১৫ বছর বয়সী তাসমিনা ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘোড় দৌড়ে অংশ নিয়ে ‘হর্স গার্ল’ খ্যাতি অর্জন করেছে। বিভিন্ন গণমাধ্যম ও ভার্চুয়ালে সে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

নিজের ঘোড়া না থাকলেও ঘোড় দৌড়ের খবর পেয়ে শেরপুরে এসে অন্যের ঘোড়ায় সওয়ার হয়ে প্রথম পুরষ্কার জয় করেছে তাসমিনা।

এর আগে তাকে নিয়ে ফরিদুর রহমানের নির্মিত ‘অশ্বারোহী তাসমিনা’ (তাসমিনা: দ্য হর্স গার্ল) চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে চারটি শিরোপা অর্জন করে।

জয়ের পর তাসমিনা আক্তার বলেন, এখানে ঘোড়দৌড়ের ব্যাপারে আমি মনির চাচার (আয়োজক) কাছে জানতে পারি। আমার নিজের ঘোড়া নেই এখানে। অন্যজনের ঘোড়া দিয়ে আমি এখানে প্রথম হয়েছি।

এমজে