সম্পূর্ণ নিরাপত্তা ছাড়া বিদেশে খেলতে যাবে না বাংলাদেশ: পাপন

সম্পূর্ণ নিরাপত্তা ছাড়া বিদেশে খেলতে যাবে না বাংলাদেশ: পাপন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৮ জন। তবে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। এ ঘটনায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পষ্ট জানিয়ে দিয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলেই বিদেশে খেলতে যাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড স্থানীয় সময় শুক্রবার দুপুর পৌনে ২টায় আল নূরে সন্ত্রাসী হামলা হয়। হামলায় একাধিক অস্ত্রধারী সক্রিয় ছিল। এদের মধ্যে একজন হামলাটি সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করছিল। এ বীভৎস ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

সেই মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মিরাজরা। প্রবেশের মুহূর্তে স্থানীয় এক পথচারী তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন খেলোয়াড়রা।

পরে দৌড়ে টিম বাসের মধ্যে ঢুকে যান এবং মেঝেতে শুয়ে পড়েন। খানিক পরই ঘটনাস্থল ত্যাগ করেন। তারা এখন হেগলি ওভাল স্টেডিয়ামে অবস্থান করছেন। তবে খুব কাছ থেকে এমন মারাত্মক ঘটনার সাক্ষী হয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন ক্রিকেটাররা। দ্রুত ফিরে আসতে চাচ্ছেন। ইতিমধ্যে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিসিবি।

এদিন দুপুর সাড়ে ১২টায় ঢাকার গুলশানের নিজ বাসভবনে ক্রিকেটারদের সবশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন ডাকেন বিসিবি বস নাজমুল ইসলাম পাপন। তিনি বলেন, অনেকটা দৌড়ে টিম বাসে ওঠেন ক্রিকেটাররা। তবে সব সড়ক বন্ধ থাকায় যেতে পারছিলেন না। ঘণ্টা খানেক পর পার্কের মধ্য দিয়ে হেঁটে স্টেডিয়ামে পৌঁছান তারা। সবাই নিরাপদে ও সুস্থ আছেন।

বিসিবি প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা দিলেই আমরা বিদেশ সফর করব। এরপর থেকে যেখানেই যাই না কেন,আমাদের ন্যূনতম প্রাপ্য নিরাপত্তা দিতে হবে। সেটি নিশ্চিত করেই আমাদের যেতে হবে। যারা দিতে পারবে সেখানে আমরা খেলতে যাব। অন্যথায় আমাদের পক্ষে খেলতে যাওয়া সম্ভব নয়।

এমআই