রীনিবাসের বয়ানে ক্রাইস্টচার্চে হামলা

তামিমের চোখ তখন ভেজা, অধিনায়কের কক্ষে সারারাত খেলোয়াড়রা

তামিমের চোখ তখন ভেজা, অধিনায়কের কক্ষে সারারাত খেলোয়াড়রা

তামিম ইকবালের চোখ তখন ভেজা। প্রকৃতপক্ষেই বাংলাদেশের ড্রেসিং রুমে কারো চোখ তখন শুষ্ক নেই। শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে সামান্যর জন্য রক্ষা পেয়েছেন তারা। তারপর আশ্রয় নিয়েছেন হেগলি ওভাল ড্রেসিং রুমে। সেখানে কয়েক মুহূর্ত আগের ওই ঘটনার সম্প্রচার হচ্ছিল টেলিভিশনে। একটি দৃশ্যে দেখানো হলো মসজিদের ভিতরের একটি স্থান। প্রবেশ পথ থেকে এটা খুব বেশি দূরে নয়। এখান থেকেই হামলাকারী তার রক্তের নেশা শুরু করেছিল।

ঠিক এক সপ্তাহ আগে, এই একই স্থানে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। মুসল্লিতে ঠাসা ছিল সেদিন মসজিদ। ভিতরে কোনো জায়গা না থাকায় এখানে দাঁড়িয়েই নামাজ আদায় করেছিলেন তিনি। তামিমের সঙ্গে ছিলেন ভারতীয় ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ও আইপিএলে সানরাইজারস হায়দারাবাদের সঙ্গে কাজ শেষে জানুয়ারিতে যুক্ত হয়েছেন বাংলাদেশ টিমের সঙ্গে। তিনিই ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এ বিষয়ে কথা বলেছেন।

এতে বলা হয়েছে, একদিকে বিশৃংখল অবস্থা, তার মধ্যেও টিমকে আরো স্বস্তিতে রাখার চেষ্টা করলেন শ্রীনিবাস। চূড়ান্তভাবে যখন বাস থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ টিমের সদস্যরা, তখন বাসটি মসজিদের সামনে পার্ক করা। এ সময় খালেদ আহমেদ খুব বিতর্ক শুরু করলেন। তিনি তখন পরা ছিলেন দীর্ঘ স্যালোয়ার-কুর্তা। এ সময় শ্রীনিবাস তার জ্যাকেট খুলে নিলেন এবং খালেদকে তা পরতে বললেন। এ সম্পর্কে শ্রীনিবাস বলেন, আমি সুস্থ ছিলাম। তখন আমার পরনে ছিল একটি টি-শার্ট। আমার ভয় ছিল যদি হামলাকারী এসে পড়ে বা অন্য কোনো ঘটনা ঘটে তাহলে খালেদকে দেখবে পাঞ্জাবি পরা অবস্থায়। তাই মনে হলো তাকে যদি জ্যাকেট পরানো যায় তাহলে সেটাই হবে ভাল কিছু।

শ্রীনিবাস বলেছেন, এ সময় বাসের সামনের সারিতে একটি আসনে বসা ছিলেন তামিম ইকবাল। তিনি চিৎকার করে উঠলেন। বললেন, সবাই বাসের মেঝেতে শুয়ে পড়ো। সবাই শুয়ে পড়লো। এ সময় গাড়ির সামনের সারিতে বসা ছিলেন তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দেখছিলেন কি ঘটছিল।

শ্রীনিবাস সাধারণত বাসের পিছনে ডানদিকের আসনে বসেন। সেখানেই বসা ছিলেন তিনি। সামান্য আগে তিনি প্রথম দৃষ্টিতেই বড় গোলমালের দৃশ্য দেখতে পান। তিনি দেখেন একজন নারী হেঁটে বেরিয়ে আসছেন। এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এ বিষয়ে শ্রনিবাস বলেন, আমি ভেবেছিলাম তিনি চেতনা হারিয়েছেন। তাকে সহায়তা করার জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বাস থামাই। দেখতে পাই একটি বালককে, সে ওই নারীর সঙ্গে ছিল। সেই বালকটি তাকে টেনে তুলছে আর রক্ত গড়িয়ে পড়ছে। তখনই বুঝতে পারি কিছু একটা ঘটছে সেখানে। ঠিক তখনই তামিম চিৎকার করে আমাদেরকে শুয়ে পড়তে বললেন।

ওই হামলার পর দুটি রাত পেরিয়ে গেছে। শ্রনিবাস এখনও ঠিকমতো ঘুমাতে পারেন না। রোববার রাতে তার ভারতে পৌঁছার কথা। মিলিত হওয়ার কথা মুম্বইতে তার পরিবারের সদস্যদের সঙ্গে। বাংলাদেশী খেলোয়াড়দের কারোই ভাল ঘুম হয় নি। হামলার দিন শেষে রাতে তারা সবাই ভোর ৪ টা থেকে ৫টা পর্যন্ত অধিনায়কের রুমে গাদাগাদি করে অবস্থান করেন। এমনকি তারা নিজেদের জন্য নির্ধারিত রুমে যাওয়ার সক্ষমতাও যেন রাখছিলেন না সে সময়। শ্রীনিবাস বলেন, আমরা যদি একা থাকতাম, তখন এই ভয়াবহতায় মনের কি অবস্থার সৃষ্টি হতো! আমাদের মনে হয়েছিল গ্রুপটি একসঙ্গে থাকাই আমাদের জন্য ভাল হবে।

যেখানে বাসটি দাঁড়ানো ছিল সেখান থেকে মসজিদটি দেখতে পাচ্ছিলেন তারা। শ্রীনিবাস বলেন, ৫০ থেকে ৬০ জন মানুষ দিশাহারার মতো দৌড়াচ্ছিলেন। সর্বত্রই ছিল আতঙ্ক। বাসের কাছে এসে কিছু মানুষ খেলোয়াড়দেরকে বাসের ভিতরেই থাকতে পরামর্শ দিলেন। হামলাকারী সম্পর্কে তথ্য দিলেন। ঠিক ওই সময় তামিম চিৎকার করেছিলেন এবং তাতে খেলোয়াড়রা মেঝেতে শুয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে ফোন করা হলো। কিন্তু কেউই বিশ্বাস করছিলেন না নিউজিল্যান্ডের মতো জায়গায় এমন হামলা হয়েছে। এমনকি যখন শুয়ে পড়েছেন তখনও তামিম ইকবাল ক্রিকইনফোর একজন সাংবাদিক মোহাম্মদ ইসামকে ফোনকল করলেন। ওই সাংবাদিক বাংলাদেশী টিমকে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় দেখেছেন। কিন্তু তামিমের ফোনকল পেয়ে ওই সাংবাদিক মনে করেছিলেন তিনি মনে হয় কৌতুক করছেন। তামিম তাকে আবার কল করলেন এবং তাকে বললেন, শুনুন শব্দ। তখনই সবাই বিষয়টি সম্পর্কে বুঝতে পারলো।

শ্রীনিবাস বলেন, এ সময় কেউ কেউ পরামর্শ দেন পিছনের দরজা দিয়ে বাস থেকে নেমে চলে যাওয়া উচিত খেলোয়াড়দের। কিন্তু এমন প্রস্তাবে ভেটো দেয়া হলো। বলা হলো হামলাকারী কতজন আমরা তা নিশ্চিত নই। যদি বাইরে আরো হামলাকারী থাকে এবং সে যদি সোজা আমাদের দিকে চলে আসে?

আমাদের বাসের সামনে ও পিছনে গাড়ি পার্ক করা ছিল। তাই আমাদের বাসটি নড়তে পারছিল না। তাই সিদ্ধান্ত হলো সবাই বাসের ভিতরেই থাকবো।

এমজে/