টসে হেরে বোলিংয়ে ভারত

টসে হেরে বোলিংয়ে ভারত

বিশ্বকাপে এখন পর্যন্ত হারের তিক্ত স্বাদ পায়নি ভারত। নিজেদের বাঁচামরার ম্যাচে অপরাজেয় টিম ইন্ডিয়ার মুখোমুখি ইংল্যান্ড। তাতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

এ ম্যাচে ইংল্যান্ড একাদশে ফিরেছেন ওপেনার জেসন রয় ও পেসার লিয়াম প্লাংকেট। ছিটকে পড়েছেন জেমস ভিন্স ও স্পিনার মঈন আলি। আর ভারতীয় একাদশে নেই বিজয় শঙ্কর। তার জায়গায় খেলছেন রিশভ পন্থ। বিশ্বকাপে অভিষেক হচ্ছে তার।

৬ ম্যাচে ৫ জয় ও ১ পরিত্যক্তে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ভারত। এ ম্যাচ জিতলেই শেষ চারে চলে যাবে তারা। তাদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইংল্যান্ড। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম প্লাংকেট, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরাহ।

এমজে/