পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলংকা

পাকিস্তানে টেস্ট খেলবে না শ্রীলংকা

আগামী অক্টোবরে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল শ্রীলংকার। তবে বহুল প্রত্যাশিত সেই সিরিজ সম্ভবত হচ্ছে না। সেখানে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নন লংকানরা। বরং পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা ভাবছেন তারা।

লংকার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দোর উদ্ধৃতি দিয়ে জিও সুপার জানিয়েছে, পাক ডেরায় টেস্ট ক্রিকেট খেলবে না শ্রীলংকা। এর পরিবর্তে সেখানে তিনটি ওয়ানডে খেলার পরিকল্পনা করছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ঘরের মাঠে টেস্ট ম্যাচ আয়োজনের আশা ছাড়েনি তারা। এসএলসি কর্মকর্তাদের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

২০০৯ সালে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় মোট আটজন বেসামরিক ব্যক্তি নিহত হন। এ ছাড়া সফরকারী দলের খেলোয়াড়-স্টাফসহ ছয়জন আহত হন। সেই থেকে পাকিস্তান সফর বয়কট করে আসছে আইসিসির পূর্ণ সদস্য (টেস্ট খেলুড়ে) দেশগুলো।

এমআই