ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই উইলিয়ামসন

ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই উইলিয়ামসন

আগামী ১ নভেম্বর ক্রাইস্টচার্চে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। তবে হিপ ইনজুরিতে ভুগছেন কিউই দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তাই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই তিনি।

উইলিয়ামসনের পরিবর্তে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। এছাড়া টেস্টে প্রস্তুতির জন্য প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়নি ট্রেন্ট বোল্টকে।

উইলিয়ামসন এই সপ্তাহে প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের হয়ে খেললেও কোচ গ্যারি স্টিডের সঙ্গে আলোচনা করে বিশ্রাম নেওয়া উপযুক্ত মনে করছেন। সামনে ব্যস্ত মৌসুম থাকায় উইলিয়ামসনকে মাঠের বাইরে রাখা সঠিক সিদ্ধান্ত হবে মনে করেন স্টিড।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল
টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট (৪র্থ ও ৫ম ম্যাচ), কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম ৩ ম্যাচ), মার্টিন গাপটিল, স্কট কুগেলেইন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, রস টেলর, ব্লেয়ার টিকনার।

এমজে/