সালমান বাটকে জাতীয় দলে চান মিসবাহ

সালমান বাটকে জাতীয় দলে চান মিসবাহ

স্পট ফিক্সিং কেলেঙ্কারির শাস্তি থেকে ফেরা সালমান বাটকে জাতীয় দলে ফেরাতে চান পাকিস্তানের প্রধান নির্বাচক ও জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক।

মিসবাহ-উল-হক বলেছেন, শান মাসুদ, ইমাম-উল-হক, আবিদ আলিসহ যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন, সেই সঙ্গে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তাদের সবাইকে বিবেচনায় আনা হবে। সালমান বাটকেও বিবেচনা করা হবে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ আরও বলেছেন, জাতীয় দলে তরুণদের মধ্যে যারা আছেন তারা যদি নিজেদের সেরাটা উজার করে দিতে না পারে তাহলে অভিজ্ঞ সালমান বাটকে আবারও জাতীয় দলে খেলার সুযোগ করে দেয়া হবে।

প্রসঙ্গত, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কারণে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়। ২০১৬ সালে সালমান বাটের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরে দাপুটে ক্রিকেট খেলছেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট দলে আমির এখন নিয়মিত সদস্য। তবে সালমান ও আসিফ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও এখনও জাতীয় দলে জায়গা পাননি।