ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে অপেক্ষায় লিভারপুল

ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে অপেক্ষায় লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির ক্লাব নাপোলিকে ঘরের মাঠে আতিথ্য জানিয়ে জিততে পারেনি ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট লিভারপুল। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি। জিততে পারলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত হতো লিভারপুলের। ড্র হওয়াতে অপেক্ষা বেড়েছে ইংলিশ ক্লাবটির।

‘ই গ্রুপের ম্যাচে বুধবার অ্যানফিল্ডে নাপোলির বিপক্ষে ১-১ ড্র করে লিভারপুল। সেপ্টেম্বরে ইতালির ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরে চলতি আসর শুরু করেছিল তারা।

প্রথমার্ধে নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি লিভারপুলকে। এর মাঝে ২১তম মিনিটে নাপোলিকে এগিয়ে নেন মের্টেন্স। অফসাইডের ফাঁদ ভেঙে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। দূরহ কোণ থেকে ডান পায়ের শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে রবের্তো ফিরমিনোর শট গোললাইন থেকে ফেরান কালিদু কলিবালি। ৬৫তম মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। জেমস মিলনারের কর্নার কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার লোভরেন।

বাকিটা সময়ে নাপোলির রক্ষণে একের পর এক আক্রমণ করেও জয়সূচক গোল আদায় করতে পারেনি লিভারপুল।

৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।

এমজে/