দেশের ফুটবলে করোনার ভয়ংকর হানা, দুই দিনে আক্রান্ত ৯

দেশের ফুটবলে করোনার ভয়ংকর হানা, দুই দিনে আক্রান্ত ৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই অনুশীলনে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল, দুই দিনে ক্যাম্পের ২৪ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনের দেহেই করোনভাইরাস ধরা পড়েছে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আমাদের সময়কে আরওপাঁচ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

গতকাল কোচিং স্টাফসহ মোট ২১ জনের করোনা টেস্ট করা হয়েছিল। তার মধ্যে করোনা পজিটিভ আসে চার ফুটবলারের। আজ আরও ১২ জনের করোনা টেস্ট করা হয়, তার মধ্যে পাঁচজনের শরীরেই করোনা শনাক্ত হয়।

আজ যে পাঁচজনের করোনা ধরা পড়েছে, তাদের মধ্যে তিনজন আবাহনী লিমিটেডের, দুজন বসুন্ধরা কিংসের ফুটবলার। আবাহনীর তিনজন হলেন, মোহাম্মদ টুটুল হোসেন বাদশা, সোহেল রানা ও শহীদ আলম। বসুন্ধরার দুই ফুটবলার মোহাম্মদ ইব্রাহিম ও সুশান্ত ত্রিপুরা।

গতকাল ধরা পড়েছে দলের নিয়মিত মুখ বিশ্বনাথ ঘোষের। চারজনের মধ্যে বাকি তিনজন নতুন মুখ এম এস বাবলু, নাজমুল ইসলাম ও সুমন রেজা।