জন্মদিনের পার্টি থেকে করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

জন্মদিনের পার্টি থেকে করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

জন্মদিনের পার্টি থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা দৌড়বিদ উসাইন বোল্ট।

টুইটারে ভিডিও পোস্ট করে উসাইন বোল্ট নিজেই জানিয়েছেন তার করোনায় আক্রান্তের কথা। খবর দ্য গার্ডিয়ানের।

তবে তার তেমন কোনো উপসর্গ নেই। তিনি এখন আইসোলেশনে আছেন।

অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিকে রেকর্ড গড়ার পর খেলাধুলাকে বিদায় জানিয়ে উসাইন বোল্ট এখন অবসর জীবন কাটাচ্ছেন।

কয়েক দিন আগে নিজের ৩৪তম জন্মদিন উপলক্ষে একটি পার্টিতে যোগ দেন এই জ্যামাইকান ক্রীড়াবিদ। সেই পার্টিতে কোনো সামাজিক দূরুত্ব মানা হয়নি।

অতিথিরা কেউ মাস্কও ব্যবহার করেননি। সেই পার্টি শেষে সামান্য উপসর্গ শেষে করোনা টেস্ট করান বোল্ট এবং রিপোর্ট পজিটিভ আসে।

১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ড গড়া এ অ্যাথলেট টুইটারে এই খবর জানিয়ে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

২০০৮, ২০১২ ও ২০১৬ সালে টানা তিন অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রেসে স্বর্ণপদকজয়ী উসাইন বোল্ট বিশ্বরেকর্ড গড়েন। ছয়বার বর্ষসেরা অ্যাথলেটের কৃতিত্ব আছে তার সাফল্যের ঝুলিতে।

এমজে/