ক্রাইস্টচার্চ টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রাইস্টচার্চ টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট জয়ের পর সিরিজ জেতার স্বপ্ন বুনেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারিয়ে ইতিহাস গড়তে চেয়েছিল টাইগার বাহিনী। তবে ক্রাইস্টচার্চের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। স্বাগতিকদের রানের পাহাড়ের পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ধস নেমেছে বাংলাদেশের লাইনআপে। মাত্র ২৭ রানে হারিয়েছে ৫ উইকেট।

প্রথম ইনিংসের ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়ে ৫২১ রান করে নিউজিল্যান্ড। বিপরীতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭ রানে ফেরেন সাদমান ইসলাম। ৮ বলে ৭ রান করে ট্রেন্ট বোল্টের উইকেটে পরিণত হন টাইগার ওপেনার।

পরের ওভারেই মোহাম্মদ নাঈম শেখকে বোল্ড করেন টিম সাউদি। তরুণ তুর্কির অভিষেক ইনিংসটা সুখকর হয়নি, ডাক মেরে ফেরেন সাজঘরে। নাজমুল হোসেন শান্ত ৪ রান করেন। অধিনায়ক মুমিনুল ইসলামকে রানের খাতা খুলতে দেননি টিম সাউদি। অভিজ্ঞ লিটন দাসের সংগ্রহ ১৮ বলে ৮ রান।

২৭.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭৮ রান। ইয়াসির আলী ২৫ এবং নুরুল হাসান সোহান ৩৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এমজে/