দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাংলেন খালেদ

দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাংলেন খালেদ

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাংলেন খালেদ আহমেদ।

পোর্ট এলিজাবেথের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ১২তম ওভারের শেষ বলে খালেদ আহমেদের শিকার হন সারেল এরউই।

সারেল এরউই ব্যক্তিগত ৪ রানের মাথায়ই ফিরতে পারতেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট শিকারি হতেন খালেদ আহমেদ। কিন্তু অধিনায়ক মুমিনুল হকের সিদ্ধান্তহীনতায় সময়মতো রিভিউ নিতে পারেনি বাংলাদেশ।

সেই এরউই অবশেষে ফিরলেন খালেদের শিকার হয়েই। তবে আরো ২০ রান করার পর। অবশ্য এ উইকেটে অবদান আছে লিটন দাসের দুর্দান্ত ক্যাচেরও।

খালেদের অফসাইডে বেরিয়ে যাওয়া বলে এরউই ড্রাইভ করেছিলেন, বল ব্যাটে লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন উইকেটরক্ষক লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৭৯ রান। অধিনায়ক ডিন এলগার আছেন ৪৯ নিয়ে আর কিগান পিটারসেন এ পর্যন্ত করেছেন ৬ রান।