জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০৯ রান

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২০৯ রান

বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকা কিউইরা ১৩ চার আর ১১ ছক্কায় ৫ উইকেট হারিয়ে থামে ২০৮ রানে। মাত্র ২৪ বলে ৬০ রান করেন গ্লেন ফিলিপস। ডেভন কনওয়ে খেলেন ৪০ বলে ৬৪ রানের ইনিংস।

আগের ম্যাচ হারার কারণ হিসেবে নাজমুল হাসান শান্ত দায়ী করেছিলেন শিশিরকে। তবে আজ নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে কী বলবেন এই ওপেনার? শুরুতে ফিন এলেন, পরে ডেভন কনওয়ে, শেষে গ্লেন ফিলিপস; মাঝে মার্টিন গাপটিল। চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিলেন, নাচতে জানলে উঠান বাঁকা হলেও নাচা যায়।

ত্রিদেশীয় সিরিজে প্রথম জয়ের খোঁজে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একাদশে ফেরেন সৌম্য সরকার, সাইফুদ্দীন ও ইবাদত হোসাইন। টস হেরে ব্যাট করতে নামে টিম সাউদির নেতৃত্বাধীন নিউজিল্যান্ড।

শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেতে থাকে কিউইরা। শরিফুলের বলে ফিন এলেন ফিরে যাবার আগে করেন ১৯ বলে ৩২ রান। শুরুতে সাবধানী খেলতে থাকা কনওয়ে এরপরই যেন রুদ্রমূর্তি ধারণ করেন। ১৭তম ওভারে ফিরে যাবার আগে খেলেন ৪০ বলে ৬৪ রানের ইনিংস। সাইফুদ্দীনের সেই ওভারে ফেরেন মার্ক চাপম্যানও। মাঝে ২৭ বলে ৩৪ করে ইবাদতের শিকার হন মার্টিন গাপটিল।

তবে হাসতে থাকে গ্লেন ফিলিপসের ব্যাট। প্রথম বল থেকেই মারমুখী ভঙিতে খেলতে থাকেন এই ব্যাটার। সাকিব আল হাসানের এক ওভারেই নেন ১৮ রান। ১৯তম ওভারে ১৭ রান নিয়ে মাত্র ১৯ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। শেষ ওভারে আউট হবার আগে খেলেন ২৪ বলে ৬০ রানের ইনিংস। ৩৭ রানে ২ উইকেট নেন সাইফুদ্দীন, ৪০ রানে ২ উইকেট শিকার ইবাদতের।