শিরোপা জিততে ১৬৪ রান প্রয়োজন পাকিস্তানের

শিরোপা জিততে ১৬৪ রান প্রয়োজন পাকিস্তানের

বাংলাওয়াশ সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৬৪ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৬৪ রান।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৫৯ রান করেছেন। বাউন্ডারি হাকিয়েছেন ৪টি আর ছক্কা ২টি।

অপরদিকে সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছেন পাকিস্তানের নাসিম শাহ ও হারিস রউফ।

আজ দুই দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফিরেছেন। একাদশে ঢুকেছেন ব্লেয়ার টিকনারও। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল।

অপরদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ হাসনাইনের বদলে দলে জায়গা পেয়েছেন হারিস রউফ।

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও হারিস রউফ।

নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, , গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।