টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় টস অনুষ্ঠিত হয়।

গিলংয়ের কার্দিনিয়া পার্কে সকাল ১০টায় শ্রীলঙ্কা ও নামিবিয়ার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা ও নামিবিয়া টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে একবারই। আবুধাবিতে গত বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল লঙ্কানরা।

বিশ্বকাপ মিশনের শুরুর আগে ‘ক্যাপ্টেন্স ডে’-তে অংশ নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। সেখানে তিনি বলেন, ‘গিলংয়েও আমরা অনেক দর্শক আশা করছি। এশিয়া কাপের পর আমরা এখন খুব আত্মবিশ্বাসী।’ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস ও আমিরাত। গিলংয়ে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।

গত বিশ্বকাপের পর পারফরম্যান্স তলানিতে নামে শ্রীলঙ্কার। একটা সময় ১০ টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল ৯টিতে। সেই দল প্রবল বিক্রমে ঘুরে দাঁড়ায় এশিয়া কাপে। ভারত, পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে জেতে শিরোপা। দাসুন শানাকার দল তাই বিশ্বকাপেও অন্তত সেমিফাইনাল খেলার দাবিদার।

নামিবিয়া স্কোয়াড : স্টেফান বার্ড, ডেভিড উইজ, জেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন (উইকেটকিপার), ডিভান লা কক, মাইকেল ফন লিঙ্গেন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।

শ্রীলঙ্কা স্কোয়াড : পাথুম নিশানকা, কুমল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশানকা, মাহিশ ঠিকশানা।