লঙ্কান শিবিরে তাসকিনের আঘাত, ফেরালেন ২ ওপেনারকে

লঙ্কান শিবিরে তাসকিনের আঘাত, ফেরালেন ২ ওপেনারকে

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। ওপেনার পাথুম নিসাঙ্কাকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে তার বলে মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দো।

শ্রীলঙ্কার সংগ্রহ এখন ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রান।

এর আগে সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা চলছে। তাতে শেষ ম্যাচটিতে যে দলই জয় পাবে সিরিজ জিতবে তারাই।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।