ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে জার্মানি, বাংলাদেশ ১৯৪

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে জার্মানি, বাংলাদেশ ১৯৪

ঢাকা, ১৪ জুন (জাস্ট নিউজ) : এশিয়া মহাদেশে ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে ২০তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্ব ফুটবল সংস্থার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচটি দেশ হলো জার্মানি, ব্রাজিল, বেলজিয়াম, পর্তুগাল এবং আর্জেন্টিনা। বাংলাদেশের অবস্থান ১৯৪ আর এশিয়ার দেশ হিসেবে বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। তাদের অবস্থান যথাক্রমে ২০০ ও ২০৩তম।

বৃহস্পতিবার থেকে রাশিয়ায় শুরু হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। এই বিশ্বকাপে এশিয়ার পাঁচটি দেশ প্রতিযোগীতা করছে। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান এবং সৌদি আরব।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫০ এর মধ্যে এশিয়ার একমাত্র দেশ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের র‌্যাঙ্কিং ৩৬। এছাড়া দক্ষিণ কোরিয়া ৫৭, জাপান ৬৭তম স্থানে।

এছাড়া চীন ৭৫, ভারত ৯৭, ভিয়েতনাম ১০২, উত্তর কোরিয়া ১০৮তম অবস্থানে রয়েছে। এছাড়া ১৯১৩ সাল থেকে ফুটবল খেলা দেশ ফিলিপাইনের অবস্থান ১১৫, থাইল্যান্ডের ১২২।

প্রতিবেশী দেশ মিয়ানমার ১৩৮, মালদ্বীপ ১৫০ এবং নেপাল রয়েছে ১৬১তম অবস্থানে। ইন্দোনেশিয়া ১৬৪, কম্বোডিয়া ১৬৬, সিঙ্গাপুর ১৬৯ এবং মালয়েশিয়া ১৭১তম অবস্থানে রয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৫১০ঘ.)